বোমা বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ | ১:৩১ অপরাহ্ণ

বোমা বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে সালেহকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলায় ভাইস প্রেসিডেন্ট অক্ষত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। তবে ওই বোমা বিস্ফোরণে তার দেহরক্ষীসহ অন্তত ২০ জন হতাহত হয়েছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগানিস্তান সরকারের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হওয়ার ঠিক আগে এ হামলার ঘটনা ঘটল।

সরকারিভাবে এখনও কাউকে দায়ী করা হয়নি, আর এখন পর্যন্ত এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ।

Development by: webnewsdesign.com