“রবীন্দ্র সঙ্গীতই ভালবাসতেন প্রণব বাবু,মিউজিক ভিডিও-তে শ্রদ্ধা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়”

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

“রবীন্দ্র সঙ্গীতই ভালবাসতেন প্রণব বাবু,মিউজিক ভিডিও-তে শ্রদ্ধা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়”
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এ দিন ট্যুইটারে সেই মিউজিক ভিডিওটি পোস্ট করেছেন বাবুল৷ প্রণব মুখোপাধ্যায়ের পারলৌকিক কাজের দিনই এই ভিডিওটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ধায় যেন মোর সকল ভালবাসা- এই রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমেই প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন বাবুল৷

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, একটি সরকারি অনু্ষ্ঠানে তাঁর গলায় এই গানটি শুনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গানের হিন্দি অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এর পর রাষ্ট্রপতি থাকাকালীন এবং পরবর্তী সময়েও একাধিকবার বাবুলকে ফোন করে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেন প্রণববাবু৷

বাবুল জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তিনি যখন প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন, তখনই তাঁকে এই গানের কথা মনে করিয়ে দেন প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ এর পরই এই গানটির মাধ্যমেই প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী৷
বাবুল বলেন, ‘কথায় কথায় শ্রদ্ধা জানানোর চেয়ে গানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন ভাল আর কিছু হয় না৷ তিন দিনের মধ্যে আমি সব ছবি জোগাড় করে এই ভিডিওটা তৈরি করেছি৷’

Development by: webnewsdesign.com