নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কাতার আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ১১:১৭ পূর্বাহ্ণ

নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কাতার আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসে কাতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুল কাদের ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হানের নেতৃত্বে দলের পক্ষ থেকে এই ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহাবুবুর রহমান, আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা জসিম উদ্দিন আহমেদ দুলাল, মাহবুবুর আলম, সৈয়দ আনা মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, আবিদুর রহমান ফারুক, যুগ্মসাধারণ সম্পাদক বদরুল আলম, শেখ মোহাম্মদ আহাদ, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, আহমেদ মালেক, সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃ রাজিব রাজ, মোঃসাইদুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সাইফুর রহমান সবুজ, মোহাম্মদ শাহিনসহ আরও অনেকেই।

নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন ভিসার দালাল ও হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের দূতাবাসের সেবা মান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান। সেই সাথে কাতার বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

চলমান করোনাভাইরাসের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের কাতারে কর্মস্থলে ফেরাতে কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রবাসীদের মরদেহ নিয়ে বিমানের চলমান সংকটে নিরসনের অবগত হত তিনি।

কাতার আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি দেশের সুনাম অক্ষুন্ন রেখে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিন। এসময় প্রবাসীদের সমস্যা নিরসন ও দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করতে কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com