রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক লক্ষ টাকা!

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক লক্ষ টাকা!

ব্যাঙ্ক চেক ক্লোন করে ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, মন্দির নির্মাণের জন্য রাখা এই টাকা তুলে নিয়েছে কোনো প্রতারক চক্র।হিন্দুস্তান টাইমস।

অযোধ্যার ডিআইজি দীপক কুমার জানান “ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ছ’লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। ক্লোন চেকের মাধ্যমে এক বার আড়াই লক্ষ এবং আরেক বারে সাড়ে তিন লক্ষ টাকা তোলা হয়েছে।

ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে”।ওই ঊর্ধ্বতন পুলিশকর্তা বলেন, ট্রাস্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে টাকা তুলতে ব্যবহৃত একই সিরিয়াল নম্বরের মূল চেকগুলি তাঁদের কাছে রয়েছে।তিনি বলেন, বুধবার বিকেলে ট্রাস্টের সম্পাদক যখন ব্যাঙ্ক থেকে যাচাইয়ের জন্য একটি মোবাইল কল পেয়েছিলেন, তখন জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। তবে তার আগেই দু’টি চেক ক্লিয়ার হয়ে গিয়েছে। তৃতীয় ক্লোন করা চেকটি অনুমোদনের জন্য রাখা হয়েছিল।

তিনি জানান, ট্রাস্ট কর্তৃপক্ষ পরে জানতে পারেন আগের দু’টি ক্লোন চেক ব্যবহার করে গত ১ এবং ৩ সেপ্টেম্বর টাকা তুলে নেওয়া হয়েছিল।

Development by: webnewsdesign.com