সামরিক বাহিনীকে প্রকাশ্যে নজিরবিহীন আক্রমণ শুরু করলেন ট্রাম্প

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪৮ পূর্বাহ্ণ

সামরিক বাহিনীকে প্রকাশ্যে নজিরবিহীন আক্রমণ শুরু করলেন ট্রাম্প

এবার মার্কিন সামরিক নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে নজিরবিহীন আক্রমণ শুরু করলেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মুনাফার জন্যই তারা বিশ্বব্যাপী যুদ্ধ যুদ্ধ খেলা করছে। খবর সিএনএন’র।

ট্রাম্প বলেন, “আমি বলছি না যে সামরিক বাহিনীর সঙ্গে আমার সম্পর্ক ভাল। কারণ, সেনা বাহিনীর শীর্ষ নেতারা আর কিছু নয়, শুধ যুদ্ধই করতে চায় না। যাতে করে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো খুশি থাকে।”

সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে পেন্টাগনের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, সম্প্রতি সিএনএন-কে বলেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা। এরপরই এমন নজিরবিহীন এ মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

Development by: webnewsdesign.com