যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন শহিদুল ইসলাম

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ | ৯:১৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন শহিদুল ইসলাম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। এম শহিদুল ইসলামকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। পেশাদার এই কূটনীতিক ওয়াশিংটনে এর আগে বাংলাদেশ মিশনের উপপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ঢাকায় বিমসটেক সদর দফতরে মহাসচিবের দায়িত্বে থাকা শহিদুল ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। চলতি বছরের শেষদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহিদুল ইসলাম এর আগে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উপপ্রধান ও মিনিস্টার, কাউন্সিলর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Development by: webnewsdesign.com