ভারতে বিশ্ব রেকর্ড ভেঙে একদিনে করোনা শনাক্ত ৮৩ হাজার

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ | ১১:৫১ পূর্বাহ্ণ

ভারতে বিশ্ব রেকর্ড ভেঙে একদিনে করোনা শনাক্ত ৮৩ হাজার

ভারতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮৩ হাজার ৮৮৩ জন। যা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। যার ফলে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন।

আজ (বৃহস্পতিবার) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

খবরে জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৭ হাজার ৩৭৬ জন।

এছাড়া মোট আক্রান্তদের মাঝে সুস্থও হয়েছেন একদিনে ৬৮ হাজার ৫৮৪ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।

Development by: webnewsdesign.com