ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৮ হাজার

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৮ হাজার

ভারতে কিছুতেই থামছেনা করোনা সংক্রমণ। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনের ব্যবধানে দেশটিতে শনাক্ত বেড়েছে প্রায় ১০ হাজার।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, মঙ্গলবার দেশটিতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৭৮ হাজার ১৬৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৮ হাজার ৭৭০ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ১ হাজার ২৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৬০ জনে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জনে। একদিন বিরতি দিয়ে টানা কয়েক দিন করোনার দৈনিক সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়ে যাচ্ছে ভারত।

দেশটিতে রবিবার ৭৮ হাজার ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে পৃথিবীর কোনো দেশে ২৪ ঘণ্টায় এত মানুষ শনাক্ত হননি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাইয় একদিনে মোট শনাক্ত হয়েছিলেন ৭৭ হাজার ২৯৯ জন। ভারত এই রেকর্ড ছাড়িয়ে যায় গত বৃহস্পতিবার। শনিবারও দেশটি করোনার দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ে।

Development by: webnewsdesign.com