দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের ঐতিহাসিক পুরোনো মসজিদে আগুন

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ | ১১:৫০ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের ঐতিহাসিক পুরোনো মসজিদে আগুন

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ১৩৯ বছরের পুরনো ঐতিহাসিক গ্রে স্ট্রিট তিনতলা মসজিদে (জুমা মসজিদ) বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৭ হাজারের মতো মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকা এ মসজিদটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দুঃখ প্রকাশ করেছেন।

স্থানীয় সময় সোমবার ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়।

বার্তা সংস্থা এএফফিকে তিনি বলেন, সম্ভবত এটা একটা দুর্ঘটনা, কোনো দুর্বৃত্ত কর্মকাণ্ড নাও হতে পারে।

তবে, সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান বলেন, এর ৭ জন কর্মচারীর জন্য যে ফ্লাটটি রয়েছে, সম্ভবত সেখানে কারো কক্ষ থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এটা হতে পারে।

Development by: webnewsdesign.com