আবারও দেখা মিলেছে সুনামির পূর্বাভাস দেয়া সেই সামুদ্রিক ওরফিশের!

শনিবার, ২৫ জুলাই ২০২০ | ৬:৪৮ অপরাহ্ণ

আবারও দেখা মিলেছে সুনামির পূর্বাভাস দেয়া সেই সামুদ্রিক ওরফিশের!

২০১১ সালে জাপানে ভয়ঙ্কর সুনামির আগে উপকূলীয় এলাকায় দেখা গিয়েছিল ওরফিশ নামের এক প্রজাতির দুর্লভ মাছের। তাদের মতে সমুদ্রের তলদেশে ভয়ঙ্কর সুনামি ঘটতে যাওয়ার আগে আগে এই মাছগুলো ডাঙ্গায় উঠে আসে। তারা এই মাছকে প্রচন্ড ভয় পায়।

সম্প্রতি আবারও সেই ওরফিশের দেখা মিলেছে। আর তার পরপরই যুক্তরাষ্ট্রের আলাক্সা স্টেট কেঁপে উঁঠেছে শক্তিশালী ৭.৮ মাত্রার এক ভুমিকম্পে। সেই সাথে আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের ৩শ’ মিটারের আশেপাশে আঘাত হানতে পারে ভয়াবহ এক সুনামি।

সম্প্রতি মেক্সিকোর কজুমেলের কোয়াইন্টানা রুতে ৬ ফুট লম্বা মাছটি পাওয়া যায়। জেলেরা মাছটিকে আহত অবস্থায় পায়। তাদের ধারণা, আহত বলেই সাগর থেকে মাছটি উপরে চলে এসেছে।

তবে ওরফিশের সঙ্গে সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন। কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। গতবারও ওরফিশ উঠে আসা কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। ইন্দোনেশিয়া, জাপানের বিস্তর ক্ষতি হয়েছিল সেই ভয়ঙ্কর সুনামিতে।

Development by: webnewsdesign.com