কাশ্মীরে বিজেপি নেতাসহ ৩ জনকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | ৭:১৩ অপরাহ্ণ

কাশ্মীরে বিজেপি নেতাসহ ৩ জনকে গুলি করে হত্যা
ছবি: এনডিটিভি

কাশ্মীরে কয়েক সপ্তাহ ধরে লাগাতার দমন অভিযানের মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় এক নেতাসহ তিন জন নিহত হয়েছেন।

বুধবার উত্তর কাশ্মীরের বান্দিপোড়া জেলায় চালানো ওই হামলায় জেলা বিজেপির সভাপতি শেখ ওয়াসিমকে বাবা-ভাইসহ গুলি করা হয়।

 

পুলিশ জানিয়েছে, হামলার সময় তিন জনই তাদের নিজেদের দোকানে ছিলেন। হাসপাতালে নেয়ার পর তিন জনেরই মৃত্যু হয়।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার গত বছর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন প্রত্যাহার করে রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। বছরের পর বছর ধরে দমিয়ে রাখা অঞ্চলটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ দৃঢ় করতেই বিজেপি সরকার এ পদক্ষেপ নেয় বলে রয়টার্স জানিয়েছে।

 

এই হামলার পর ওয়াসীম বারির ১০ নিরাপত্তা রক্ষীর সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার গভীর রাতেই টেলিফোনে হামলার বিষয়ে বিস্তারিত খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াসিম বারিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেবিষয়ে খোঁজখবর নেন। তিনি ওয়াসিমের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

Development by: webnewsdesign.com