ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২৩ হাজার, মৃত্যু ৪৪২

শনিবার, ০৪ জুলাই ২০২০ | ১০:২৩ অপরাহ্ণ

ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২৩ হাজার, মৃত্যু ৪৪২

ভারতে করোনা ভাইরাসে একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায়, দেশটিতে প্রায় ২৩ হাজার মানুষের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৪শ’। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২২ হাজার ৭৭১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছয় লাখ ৪৮ হাজার ৩১৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। এর জেরে ভারতে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৬৫৫।

লকডাউন শিথিলের পর থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে। ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রেই ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন সংক্রমিত হয়েছে। রাজ্যটিতে এপর্যন্ত ৮ হাজার ৩৭৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯৮ জন মারা গেছে।

 

তামিলনাড়ুতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭২১ জন। মারা গেছে ১ হাজার ৩৮৫ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৬৯৫ জন। মৃত ২ হাজার ৯২৩ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ৩৪ হাজার ৬০০ জন আক্রান্ত এবং ১ হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এসব ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছে। রাজ্যটিতে এ পর্যন্ত ২০ হাজার ৪৮৮ জন করোনা আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ১৩ হাজার ৫৭১ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৬ হাজার ২০০ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।

 

এদিকে, অন্যান্য দেশের মতো ভ্যাকসিন আবিষ্কারে বসে নেই ভারতও। কোভিড ঊনিশ-এর প্রতিষেধক “কোভানিক্স” আগামী ৭ জুলাই থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, ১৫ই আগষ্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন থেকেই দেশজুড়ে পাওয়া যাবে প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন। “ইন্ডিয়া বায়োটেক” ও আইসিএমআর যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে।

Development by: webnewsdesign.com