কানাডার প্রধানমন্ত্রী

জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছ থেকে অস্ত্রধারী সেনা সদস্য আটক

শনিবার, ০৪ জুলাই ২০২০ | ১১:২৭ পূর্বাহ্ণ

জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছ থেকে অস্ত্রধারী সেনা সদস্য আটক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েটের বাসভবনের কাছ থেকে এক সশস্ত্র সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে খবরে বলা হয়েছে।

এছাড়া ওই সশস্ত্র সেনা সদস্য কেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকায় প্রবেশ করেছিলেন সে ব্যাপারেও এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। কানাডার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর ওই সদস্যকে অস্ত্রসহ বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।

দেশটির পুলিশ বলছে, অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের অফিশিয়াল বাসভবনের খুব কাছাকাছি এলাকায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন ওই সশস্ত্র সেনাসদস্য।

পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজন ব্যক্তি বৃহস্পতিবার ভোরবেলায় একটি গাড়ি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। তিনি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন। একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। কোনো ধরণের অঘটন ছাড়াই তাকে ধরে ফেলে টহলরত পুলিশ।

তবে ঘটনার সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদেরর সরকারি বাসভবনে ছিলেন না।

Development by: webnewsdesign.com