করোনার মধ্যে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

শুক্রবার, ২৬ জুন ২০২০ | ১০:৫৮ অপরাহ্ণ

করোনার মধ্যে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

মহামারি করোনার বিপর্যস্ত পৃথিবী। এরই মধ্যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এখন। কদিন আগে ইন্দোনেশিয়ায়, তারও আগে ভারতের দিল্লিতে। দিন দুয়েক আগে মেক্সিকোতেও আঘাত হেনেছে প্রলয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়। এবার শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটায় শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল করোনার উৎপত্তিস্থল চীনও।

 

মূলত পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। তবে কোনও প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

চীনে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। সিচুয়ানে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে মারা গিয়েছিল সাড়ে ৮৭ হাজারের বেশি মানুষ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়। তাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র- বিবিসি।

Development by: webnewsdesign.com