করোনা পরীক্ষা কমাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রবিবার, ২১ জুন ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ

করোনা পরীক্ষা কমাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় হাজার-হাজার সমর্থক আসলেন মাস্ক ছাড়া। ট্রাম্প আবার তাদের ‘কম-কম পরীক্ষার’ কথা জানালেন।

ওকলাহোমায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘পরীক্ষা করাতে গেলে অনেক মানুষ দেখতে পাবেন, তাতে বেশি আক্রান্তও হবেন। তাই আমার লোকদের বলে দিয়েছি পরীক্ষা কমিয়ে দিতে।’ ট্রাম্পের দাবি, তার সরকার এখন পর্যন্ত ২৫ মিলিয়ন মানুষের পরীক্ষা করিয়েছে।

পরীক্ষা নিয়ে গত কয়েক দিন ধরে এমন মন্তব্য করতে থাকা ট্রাম্পের কথায় অবশ্য একমত নন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মহামারী ঠেকাতে হলে একসঙ্গে বেশি মানুষের পরীক্ষা করানো উচিত। তাতে শনাক্ত রোগীদের দ্রুত আলাদা করা যায়। রক্ষা পান অন্যরা।

ট্রাম্প এবং তার অনুসারীরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করলেও আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা।

ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮ জন। মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ৯৮০ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭২ হাজার ৯৪১ জন।

Development by: webnewsdesign.com