মন্ত্রীকে ছেড়ে কথা বললেন না সাঙ্গাকারা-জয়াবর্ধনে

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৫:৩৮ অপরাহ্ণ

মন্ত্রীকে ছেড়ে কথা বললেন না সাঙ্গাকারা-জয়াবর্ধনে

ভারতের বিপক্ষে ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে আগেও অনেক কথা হয়েছে, এখনও হয়ে চলছে। খুব সহসা এই ম্যাচ ঘিরে বিতর্ক থামবে বলে মনে হয় না। সম্প্রতি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে বলেছিলেন, ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছে শ্রীলঙ্কা। এই অভিযোগ উড়িয়ে দিয়ে আলুথগামাগেকে ধুয়ে দিয়েছেন দুই সাবেক তারকা মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

মন্ত্রীর কথার প্রতিক্রিয়ায় সাঙ্গাকারা বলেছেন, ‘সাবেক মন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগের নিজের প্রমাণ আইসিসি ও দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে নিয়ে যাওয়া দরকার, যেন অভিযোগের পূর্ণ তদন্ত হতে পারে। এটা খুবই দুর্বোধ্য যে, এমন মারাত্মক একটি বিষয় সামনে আনার জন্য তিনি এতো দিন অপেক্ষা করেছেন! স্মৃতি ঠিক থেকে থাকলে আমার মনে হয়, সে সময় তিনিই ক্রীড়ামন্ত্রী ছিলেন।’

আর জয়াবর্ধনে তো মন্ত্রীকে সরাসরি আক্রমণ করে টুইটারে লিখেছেন, ‘নির্বাচন কি খুব কাছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কই?’

উল্লেখ্য, মহিন্দানন্দ আলুথগামাগে বলেছিলেন, ‘আজ বলছি আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনাল বেচে দিয়েছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি। ২০১১ তে আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু ম্যাচটা আমরা বক্রি করেছি। মনে হচ্ছে এখন এটা নিয়ে কথা বলা যায়। খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে কেউ তো নিশ্চয়ই জড়িত ছিল।

Development by: webnewsdesign.com