ভারত কি করোনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে?

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ১১:২৮ পূর্বাহ্ণ

ভারত কি করোনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে?

ভারতে কভিড-১৯ এর লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ যখন হাসপাতালে আনা হচ্ছে, তখন করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী, যারা কভিড-১৯ এর লক্ষণ নিয়ে মারা যাচ্ছেন, তাদেরকেও হিসেবে ধরতে হবে।

কাজেই এটা স্পষ্ট যে, ভারতে করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের প্রকৃত সংখ্যার চেয়ে সরকারের দেওয়া হিসেব অনেক কম।

এদিকে, ১৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে দুই হাজারের বেশি মানুষ মারা যান। অথচ এর আগে একদিনে দেশটিতে মৃত্যুর সংখ্যা এক হাজার কখনো ছাড়ায়নি।

ভারতের মুম্বাই এবং দিল্লিতে যখন করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা আপডেট করা হয়, তখন সেখানে হঠাৎ করেই সংখ্যাটি বেড়ে গিয়েছিল।

মুম্বাইতে ৮৬২ এবং দিল্লিতে ৪৩৭ জনের নাম এই তালিকায় যুক্ত হয়, যাদের আগে হিসেবে ধরা হয়নি। এখন প্রশ্ন উঠেছে ভারত কি করোনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে?

ভারতে করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯৩০ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৬০৫ জন।

Development by: webnewsdesign.com