জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রবিবার, ১৪ জুন ২০২০ | ১১:১৪ পূর্বাহ্ণ

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানাচ্ছে, শনিবার গভীর রাতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত করে জাপানের আমামি দ্বীপপুঞ্জে। কম্পনের গভীরতা ১৬০ কিলোমিটার। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি।

এর আগে গত ১৯ এপ্রিল আরও জোরদার ভূমিকম্প হয়েছিল জাপানে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। বাকি বিশ্বের মতো করানো সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান। তার মধ্যেই ফের একবার ভূমিকম্প।

গতবার ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানের ওগাসাওয়ারা দ্বীপের পশ্চিম উপকূলে। প্রথমে ৬.৯ মাত্রার কথা বলা হলেও, পরে ৬ মাত্রার কথা জানানো হয়।

Development by: webnewsdesign.com