৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার শিকার হবে ১ লাখ ৪০ হাজার মানুষ

শনিবার, ১৩ জুন ২০২০ | ৬:৩৯ অপরাহ্ণ

৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার শিকার হবে ১ লাখ ৪০ হাজার মানুষ

করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়ানক। সেখানে আগামী ৪ জুলাইয়ের মধ্যে করোনার শিকার হয়ে ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যাবে বলে হুঁশিয়ার করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. জ্য বাটলার শুক্রবার ওই হুঁশিয়ারি দেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে এ পর্যন্ত দেশটিরে করোনা আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ১ লাখ ১৪ হাজারের বেশি জন। তবে বেশ কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমলেও বিশেষজ্ঞরা আশঙ্কা করে জানিয়েছেন, দেশটিতে ফের করোনায় দ্বিতীয় ঢেউ আসতে পারে। মার্কিন বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভ ও অর্থনীতির জন্য পুনরায় সবকিছু খুলে দেয়াতে করোনার ফের পুনরুত্থানের সুযোগের পথ তৈরি হয়েছে।

Development by: webnewsdesign.com