ইতালি থেকে দেশে ফিরলেন আরও ২৮৭ জন

শুক্রবার, ১২ জুন ২০২০ | ৬:৫৪ অপরাহ্ণ

ইতালি থেকে দেশে ফিরলেন আরও ২৮৭ জন

করোনাভাইরাসে ইতালিতে লকডাউনের কারণে আটকে পড়া ২৮৭ জন শুক্রবার দেশে ফিরেছেন। তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর সোয়া ১২টায় অবতরণ করে।

ইতালি থেকে ফেরা যাত্রীদের যাদের করোনামুক্তির সনদ আছে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে গতকাল ইতালি থেকে দেশে ফেরেন আরও ১৪২ জন।

অন্যদিকে, করোনার প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন প্রায় সহস্রাধিক ইতালি প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ২৮৭ জনকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওয়া হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করে।

জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন।

Development by: webnewsdesign.com