করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে শীর্ষ ২০-এ বাংলাদেশ!

শুক্রবার, ০৫ জুন ২০২০ | ৯:৫৬ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে শীর্ষ ২০-এ বাংলাদেশ!

সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সাধারণ ছুটি তুলে দেওয়ার পর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোদিনই আক্রান্ত দুই হাজারের নিচে নামেনি। আজ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সারাবিশ্বে এখন বাংলাদেশের অবস্থান শীর্ষ ২০-এ! এই পরিসংখ্যানই বলছে, কতটা ভয়াবহ সময় অতিক্রম করছে বাংলাদেশ কিংবা সামনে কতটা আতঙ্কজনক দিন কাটাতে হবে।

 

 

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ৫৭ হাজার ৫৬৩ জন আক্রান্ত নিয়ে একুশতম স্থানে ছিল বাংলাদেশ। তবে শুক্রবার আরও ২ হাজার ২২৮ নতুন আক্রান্ত যোগ হওয়ায় দেশে এখন রোগী দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জনে। এতেই বাংলাদেশ উঠে এসেছে সেরা বিশে। ৬৫,৪৯৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশের আগে আছে কাতার। এবং ১৮ নম্বর স্থানে থাকা করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা এখন ৮৩,০২৭ জন।

 

 

বাংলাদেশ ওপরে উঠে আসায় একুশতম স্থানে নেমে গেছে ৫৮ হাজারের বেশি আক্রান্তের বেলজিয়াম। আজ পর্যন্ত যথারীতি শীর্ষস্থান দখল করে রেখেছে আমেরিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৯২৬,২৬৯ জন। মারা গেছে ১১০,২৫৫ জন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১৮,৫৫৪। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার আক্রান্তের সংখ্যা ৪৪৯,৮৩৪ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার।

Development by: webnewsdesign.com