করোনা আক্রান্তে জার্মানিকে পেছনে ফেলল ভারত, উঠে এল ৭ম স্থানে

সোমবার, ০১ জুন ২০২০ | ১১:০১ পূর্বাহ্ণ

করোনা আক্রান্তে জার্মানিকে পেছনে ফেলল ভারত, উঠে এল ৭ম স্থানে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় জার্মানিকে পেছনে ফেলে ভারত বিশ্বের সপ্তম অবস্থানে উঠে এসেছে। সপ্তাহখানেক ধরে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। খবর দ্য হিন্দুর।

পত্রিকাটির সোমবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৫৯৮ জন। মারা গেছেন ৫ হাজার ৪০০ জন।

করোনা আক্রান্তের হিসাবে এখন ভারতের সামনে রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন আর ৮ হাজার ৩৮০ জন। মারা গেছেন ১৯৩ জন।

এদিকে পঞ্চম দফায় দেশটিতে ৬৯তম দিনের মতো লকডাউন চলছে। অবশ্য শেষ দুই দফার লকডাউনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে।

সোমবার পরিষেবা শুরু করেছে ভারতীয় রেল। প্রায় ২০০টি ট্রেনে আজ প্রায় দেড় লাখ যাত্রী চলাচল করবে।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগে গোটা পৃথিবীতে সোমবার সকাল ১০টা পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৬৬ হাজার ৮৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬০ জন।

Development by: webnewsdesign.com