বুধবারেই গ্রিন কার্ড বন্ধের বিষয়ে স্বাক্ষর করা হবে: ট্রাম্প

বুধবার, ২২ এপ্রিল ২০২০ | ২:২০ অপরাহ্ণ

বুধবারেই গ্রিন কার্ড বন্ধের বিষয়ে স্বাক্ষর করা হবে: ট্রাম্প

বিশ্বব্যাপী সর্বত্রই এখন করোনাভাইরাস আতঙ্ক। এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সাময়িকভাবে গ্রিন কার্ড দেওয়া বন্ধ করা হবে। অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করায় তীব্র সমালোচনার মুখে এ কথা জানান ট্রাম্প।

হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিং এ ট্রাম্প জানান, বুধবারেই এই গ্রিন কার্ড বন্ধের বিষয়ে স্বাক্ষর করা হবে। নতুন এ সিদ্ধান্ত ৬০ দিন বলবৎ থাকবে। তবে পরিস্থিতি বুঝে বিশেষ করে দেশের অর্থনীতি বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সোমবার টুইট বার্তায় ট্রাম্প জানান, মহামারী মোকাবেলায় এবং দেশের জনগণের জন্য চাকরি রক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বন্ধ করা হবে অভিবাসন প্রক্রিয়া।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

Development by: webnewsdesign.com