মামলায় বলা হয়েছে, চীন করোনাভাইরাস মহামারি সংক্রমণের তথ্য লুকিয়েছে, যার ফলে গোটা পৃথিবী এখন ভুগছে

চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য

বুধবার, ২২ এপ্রিল ২০২০ | ৪:১০ অপরাহ্ণ

চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের পক্ষ থেকে রাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট ফেডারেল আদালতে মামলাটি করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এই মামলা এমন সময় দায়ের হল যখন করোনাভাইরাস মহামারি সম্পর্কে সঠিক তথ্য গোপন করার নানা অভিযোগ উঠছে চীনের বিপক্ষে।

অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট বলেন, “চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখ বন্ধ করে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।”

মিসৌরি অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে, এটা ঐতিহাসিক একটি আইনি পদক্ষেপ। মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়।

মামলায় বলা হয়েছে, চীন করোনাভাইরাস মহামারি সংক্রমণের তথ্য লুকিয়েছে, যার ফলে গোটা পৃথিবী এখন ভুগছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনের অভ্যন্তরে ভাইরাস সংক্রমণের মাত্রা নিয়ে চীনের বক্তব্যের প্রতি সন্দেহ পোষণ করেছিলেন। তিনি বলেছিলেন, চীন যেভাবে এই ভাইরাস সামলেছে সেটা পরিষ্কার না। যদিও প্রাথমিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছিলেন।

Development by: webnewsdesign.com