করোনাভাইরাস: মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

বুধবার, ২২ এপ্রিল ২০২০ | ৩:১০ অপরাহ্ণ

করোনাভাইরাস: মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চীনের সীমানা পেরিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। তবে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের।

এদিকে, করোনাভাইরাস নিয়ে মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে।

মিসৌরির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। সতর্ক করার পরিবর্তে তারা মুখে কুলুপ এটে দিয়েছে। মহামারি ঠেকাতে তারা সাহায্য করেনি। মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়। মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ।

তবে চীন প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসেছে।

Development by: webnewsdesign.com