মিয়ানমারে করোনার নমুনা নিতে গিয়ে গোলাবর্ষণে ডব্লিউএইচওর কর্মী নিহত

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ৬:৩৩ অপরাহ্ণ

মিয়ানমারে করোনার নমুনা নিতে গিয়ে গোলাবর্ষণে ডব্লিউএইচওর কর্মী নিহত

মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মী গোলাবর্ষণে নিহত হয়েছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা আনা নেয়ার কাজে নিয়োজিত ছিলেন। ওই ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাড়ি চালাতেন।

বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদদাতা জোনাথন জানিয়েছেন, জাতিসংঘের গাড়িটি কোভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহ করছিল। সোমবার হামলার সময় ইয়াঙ্গুন ফেরার পথে ছিল গাড়িটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যে এলাকায় এই ঘটনা ঘটে সেখানে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

আরাকান আর্মি গত দুই বছর ধরে রাখাইন রাজ্য স্বশাসনের জন্য প্রচার চালিয়ে আসছে।

Development by: webnewsdesign.com