বাসায় থেকেই অফিস, দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে শুরু হচ্ছে!

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | ১২:৪৫ অপরাহ্ণ

বাসায় থেকেই অফিস, দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে শুরু হচ্ছে!

সিওলভিত্তিক প্রতিষ্ঠানে যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন কাং ডোসাম। সচরাচর তিনি অফিসে বসে কাজ করেন। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ফলে বর্তমানে তিনি টেলিফোনে কাজ সারছেন বাসায় বসে।

ডোসাম বলেন, বাড়িতে থেকেই একই নিয়মে কাজ করছি। প্রতিদিন সকাল ৯টায় কাজ শুরু করে সন্ধ্যা ৬টায় থামছি। পার্থক্যের জায়গা হলো- এখন দেরিতে ঘুম থেকে উঠছি এবং দুপুরের খাবার একটু আগেই খাওয়া হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান কেটি করপোরেশনে সহকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলে কাজ ভাগাভাগি করে নিচ্ছেন ডোসাম। তারা ভিডিওকলে বৈঠক করছেন বলেও জানা গেছে।

তিনি বলেন, আমরা ঘরে বসেই প্রেজেন্টেশন দিচ্ছি, বিভিন্ন বিষয়ে নোট নিচ্ছি এবং তথ্য আদান-প্রদান করছি। আমাদের মনে হচ্ছে, যেন একই ঘরে বসে আমরা কাজ করছি।জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় এভাবে ঘরে বসে কাজ করার প্রবণতা বাড়ছে।

অনেকেই মনে করছেন, করোনাভাইরাসের কারণে এভাবে ঘরে বসে কাজ করার কারণে বাণিজ্যিক সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে।

 

 

Development by: webnewsdesign.com