চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

সোমবার, ০২ মার্চ ২০২০ | ১:৫৯ অপরাহ্ণ

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করায়, ভাবা হয়েছিল তুলনামূলক কম শক্তির শ্রীলঙ্কাকে হারাবেন সালমা-রুমানারা। তবে লঙ্কান মেয়েদের কাছে উল্টো ৯ উইকেটের বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।সোমবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ৮ উইকেটে ৯১ রান সংগ্রহে শেষ করে নির্ধারিত ২০ ওভার। দলে ৩৯ রানের সর্বোচ্চ সংগ্রহ আসে নিগার সুলতানার ব্যাটে।

এছাড়া সানজিদা ইসলাম ও ফারজানা হকের ব্যাট থেকে ১৩ রান করে আসে। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।বাংলাদের বিপক্ষে শ্রীলঙ্কান বোলার শশীকলা সিরিবর্ধন একাই ৪ উইকেট তুলে নেন।বাংলাদেশের দেওয়া রান তাড়া করতে লঙ্কানদের খেলতে হয়েছে মাত্র ১৫ ওভার ৩ বল। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নেন লঙ্কানরা। লঙ্কান ওপেনার ও অধিনায়ক চামারি জায়ানগানি ২২ বলে ৩০ রান নিয়ে উইকেট দেন। আরেক ওপেনার হাসিনি পেরেরা আনুশকা সানজিওয়ানিকে সাথে করে জয় নিয়ে খেলা শেষ করেন।বিশ্বকাপের সবশেষ তিন আসরে এই নিয়ে ১২ ম্যাচের সবগুলোই হারল বাংলাদেশ। ২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচ ম্যাচে জয় ছিল দুটিতে।

Development by: webnewsdesign.com