এক ম্যাচে দুই কীর্তি গড়ে কিংবদন্তিদের পাশে মাশরাফি

সোমবার, ০২ মার্চ ২০২০ | ১:৪০ অপরাহ্ণ

এক ম্যাচে দুই কীর্তি গড়ে কিংবদন্তিদের পাশে মাশরাফি

এক ম্যাচে দুই কীর্তি গড়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নেওয়ার সঙ্গে স্বীকৃত ক্রিকেটে ৭০০ উইকেট নিয়েছেন তিনি।

গতকাল রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট নিয়ে কিংবদন্তিদের পাশে নাম লেখান টাইগার অধিনায়ক মাশরাফি৷

ওয়ানডের ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০ উইকেট শিকার করেন তিনি। অধিনায়ক হিসেবে উইকেট সংগ্রহের তালিকায় মাশরাফির আগে আছেন কেবল ৪ জন।

ইমরান খান, ওয়াসিম আকরাম, শন পোলক ও জেসন হোল্ডারের পর পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন মাশরাফি।

স্বীকৃত ক্রিকেটে মাশরাফি ৫২৩ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৫, লিস্ট ‘এ’ তে ৪১৯ ও কুড়ি ওভারের ক্রিকেটে ১৪৬ উইকেট পেয়েছেন তিনি। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১১৪৪ উইকেট নিয়ে শীর্ষে। সাকিব আল হাসানের রয়েছে ৯৮৫ উইকেট।

অধিনায়ক হিসেবে ১০০ উইকেট পাওয়া এক অনন্য কীর্তি, যা এতদিন নিজেদের দখলে রেখেছেন ওয়াসিম আকরাম, শন পোলক ও ইমরান খান ও জেসন হোল্ডার৷

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ১০০ উইকেটের বেশি যাদের ঃ

ওয়াসিম আকরাম (পাকিস্তান)- ১৫৮ উইকেট, (১০৯ ম্যাচ)।

শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ১৩৪ উইকেট, (৯৭ ম্যাচ)।

ইমরান খান (পাকিস্তান)- ১৩১ উইকেট, (১৩৯ ম্যাচ)।

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ১০১ উইকেট, (৮৬ ম্যাচ)।

মাশরাফি (বাংলাদেশ)- ১০০ উইকেট, (৮৬ ম্যাচ)।

Development by: webnewsdesign.com