ইরানে ভূমিকম্প

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ৪:২০ অপরাহ্ণ

ইরানে ভূমিকম্প

আজ বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। জানা গেছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯।

জানা গেছে, ওই ভূমিকম্পের উৎসস্থল (এপিসেন্টার) ছিল বাশার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অল্প দূরে বোরাঝানে নামক স্থানে। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই ভূমিকম্প হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। মার্কিন ভূতত্ত্ব কেন্দ্রের বরাতে জানা গেছে, ভূমিকম্পটি হয়েছে বোরাঝান শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মাটির ১০ কিলোমিটার নীচে। জানা গেছে, বাশার থেকে বোরাঝানের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।

মনে করা হচ্ছে, লাগোয়া ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিঘাতেই এই ঘটনা ঘটেছে। কিন্তু মার্কিন ভূতত্ত্ব সংস্থার জানিয়েছে, মাটির যে গভীরতায় ওই ভূকম্পনে উৎপন্ন হয়েছে, তা প্রাকৃতিক ভূমিকম্প্ না হলে সম্ভব নয়। একই মাত্রার এবং একই গভীরতায় ভূকম্পন গত ডিসেম্বরেও হয়েছিল।

Development by: webnewsdesign.com