শেখ মুজিবুর রহমান

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | ৭:১২ অপরাহ্ণ

শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান

 

হে বিনীত পুরুষ, হে পিতা
তুমি জন্মেছিলে বলে, নব জন্ম দেখেছি
তুমি কীর্তিমান তাই আমি অভিজাত সন্তান।
তোমাকে যা জেনেছি যতোটুকো–
আরো অনেক বেশী জানতে হবে। এ মাতৃকার
কল্যাণে, বাংলাদেশের নতুন ইতিহাস লিখতে।

হে পিতা, বিনীত পুরুষ
তুমি জন্মেছিলে বলে শব্দবর্ণে আমি বাঙ্গালী
কুটি কুটি বাংগালীর অংশ আমি, রক্ত ঢেলে
লাল গালিচা অভর্থনা দেই তোমাকে।
তোমাকে স্মরণ করি, হৃদয় প্রণতির অক্ষরে
সোনার বাংলার পদাবলীর বিনম্র সুরে সুরে।

হে আমার অজেয় রক্ত
তোমার হিমালয় শৃঙ্গের মতো দুর্জ আবির্ভাবে
মুক্তিরগান শুনেছিলাম সাতই মার্চের ভাষনে।
জয়বাংলার ধ্বনি রেসকোর্সে
লক্ষ জনতার মহা সমুদ্রে বাঙ্গালীর মহাবয়ান
আত্মবিশ্বাসী বাংলার কুটি মানুষের শ্লোগান।

সে দিনের অমিয় কবিতায়
বিস্ময়ের অমরবার্তা, একটি জাতির উন্মেষ
সেতো এক মহান সৃষ্টি-মহা নায়ক, মুক্তিযোদ্ধা
একটি পতাকা, একটি মানচিত্র।
সেদিন শেখ মুজিব গড়েছিলে বিরল সম্মান
স্বাধীন বাংলাদেশ। সেরা বাঙ্গালী সেরা তুমি।
তুমি জাতিরপিতা, তুমি শেখ মজিব রহমান।

হে আমার ঐতিহ্য রূপকার
আজ যখন সুন্দরবনে ব্যাঘ্রের গর্জণ শুনি
নির্মান সুনামীতে ভাঙানের বিজয় গাঁথা শুনি
মোহনায় পালতোলা নৌকা এবং
আমন ক্ষেতের বাতাস দোলানো হাসি দেখি-
তখন কেবলই অপার বিশ্বাসে
তোমার মুগ্ধ ছবিটি অন্তরে যত্নে এঁকে রাখি।

আজ শুধুই তোমাকে জানাই সালাম, সম্মান
হে প্রিয় জাতির পিতা শেখ মুজিবর রহমান।

Development by: webnewsdesign.com