বঙ্গবন্ধুকে নিয়ে ইসমাঈল আহমেদ’র কবিতা ‘এসো আবারও ফিরে’

শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ৭:১৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধুকে নিয়ে ইসমাঈল আহমেদ’র কবিতা ‘এসো আবারও ফিরে’

এসো আবারও ফিরে
মোঃ ইসমাঈল আহমেদ

চির অম্লান জাতির অন্তরে তুমি,
তুমি চির আবহমান।
এসো আবারও এই বাংলার বুকে,
হে,মুজিবুর রহমান।
জন্ম ছিল তোমার
এই বাংলায় বলে,
চলি মোরা নির্ভয়ে
চরণ দু’টি ফেলে,
নির্ভয়ে থাকি মোরা
আপন মাতৃকোলে।
জাতির জন্যে তোমার মনে ছিল আহা!
কত যে মায়া,
তোমার জন্যেই এই
স্বাধীনতা,
এই মানচিত্র পাওয়া।
বাংলার রাজপথে দিয়েছো
লাল তাজা রক্ত ভাসিয়ে,
স্বজনসহ চলে গিয়েছো
না ফেরার দেশে হারিয়ে।
হবে না যে শেষ তোমার অবদানের কথা,
লিখলেও কলমের কালিতে সহস্র পাতা।
তোমার আত্নত্যাগে আজ
স্বাধীন বাংলার মানুষ,
স্বাধীন কত কাঙ্গালী।
তুমি মানুষের চির বন্ধু,
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ
বাঙ্গালি।
পদ্মা,মেঘনা আরো কত স্রোতস্বিনী কলকল-ছলছল স্রোতে বয়ে চলেছে অবিরত আপন ঠিকানায়,
প্রতিক্ষনে ডাকে তোমায় স্রোতের কলকল ধ্বনি,
ডাকে তার কিনারায়।
দিবসে-উৎসবে তোমায় মনে করে আজও বাঙ্গালিরা অশ্রু জড়ায়,
এসো,এসো হে বঙ্গবন্ধু,
এসো আবারও ফিরে এই
বাংলায়।

Development by: webnewsdesign.com