মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো ৭ জন মৃত্যুঝুঁকিতে

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ৪:৩৯ অপরাহ্ণ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো ৭ জন মৃত্যুঝুঁকিতে

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় গার্মেন্ট শ্রমিক আবদুস সাত্তারের। চিকিৎসাধীন বাকি ৭ জনের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধদের দেখতে এসে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি জানান, রাষ্ট্র হতাহতদের পাশে রয়েছে।

ক্ষতবিক্ষত পোড়া শরীর থেকে বেরিয়ে গেছে প্রিয়তম স্বামীর প্রাণ। সে খবর শুনে বুকফাটা আর্তনাদ আর গগন বিদারী কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।

৬দিন ধরে আইসিইউতে বাঁচার জন্য বারবার আকুতি জানিয়েছিলেন স্বামী আবদুস সাত্তার। কিন্তু কিছুই করতে না পারার বেদনা বারবার উঠে আসছিলো স্ত্রীর আর্তনাদে।

নারায়ণগঞ্জে বিস্ফারণের ঘটনায় আইসিইউতে এখনও যারা চিকিৎসাধীন তারাও সবাই মৃত্যু ঝুঁকিতে আছেন। দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নিতে এসে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি জানান, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সব তদারকি করা হচ্ছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, তাদের যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে, তারা সবাই ক্রিটিকাল। চিকিৎসার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

বিস্ফোরণে নিহত ও দগ্ধদের সর্বোচ্চ আর্থিক ক্ষথিপূরণ দেয়া হবে বলেও জানানো হয়।

Development by: webnewsdesign.com