গ্লোবের করোনা ভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের জন্য চলতি মাসেই আবেদন

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ | ১১:০১ পূর্বাহ্ণ

গ্লোবের করোনা ভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের জন্য চলতি মাসেই আবেদন

দেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল দিতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জন্য আবেদন করা হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ এই তথ্য জানান।

তিনি বলেন, আমাদের তৈরি ভ্যাকসিনের অ্যানিমাল ট্রায়ালের তথ্য পেতে শুরু করেছি। আশা করছি এ মাসের মাঝামাঝি সময়ে প্রেস কনফারেন্স করে বলতে পারবো, আমরা আমাদের তথ্য পেয়েছি। এখন আমরা হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করবো।

বড় কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার না হলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশি করোনা ভাইরাসের টিকা বাজারে আনতে পারবেন বলেও তিনি জুলাই মাসে দেওয়া সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছিলেন।

Development by: webnewsdesign.com