কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে দুদকের চিঠি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ | ১০:৫১ পূর্বাহ্ণ

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে দুদকের চিঠি

করোনাকালে বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম কেনায় দুর্নীতির অনুসন্ধান করতে বিল-ভাউচারসহ বিভিন্ন রেকর্ডপত্র চেয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর সই করা জরুরি পত্রে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হাসপাতালের কাছে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৯ আগস্ট করোনাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের আরো একটি অভিযোগ অনুসন্ধানে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের বেশকিছু নথিপত্র তলব করেছিল দুদক।

ডা. সোহেলী পারভীন ও ডা. মামুনুর রশীদের ব্যাক ডেটে স্বাক্ষর দেওয়া বিল-ভাউচারও চাওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Development by: webnewsdesign.com