ইলিশ রপ্তানির অনুমতি চান বরিশালের পাইকাররা..

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ | ২:৩১ অপরাহ্ণ

ইলিশ রপ্তানির অনুমতি চান বরিশালের পাইকাররা..

বরিশালে ইলিশের পাইকারি বাজারে বেড়েছে সরবরাহ। আর তাই সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে ইলিশের। এ কারণে খুশি ক্রেতারা। এদিকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন ইলিশের পাইকারি বিক্রেতারা। এদিকে জেলা প্রশাসক বলছেন, ইলিশ ব্যবসায়ীদের আবেদন ঊর্ধ্বতন মহলে তুলে ধরা হবে।

কেনা-বেচার হাঁক-ডাকে মুখরিত বরিশালের ইলিশের পাইকারি বাজার। সাগরের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সাধারণত তিনশো থেকে পাঁচশো মণ ইলিশ প্রতিদিন আসত বরিশালের ইলিশের পাইকারি বাজারে। গত এক সপ্তাহ যাবৎ আসছে প্রতিদিন তিন হাজার মণ ইলিশ। সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে। আর তাই খুশি ক্রেতারা।

ভরা মৌসুমে সরবরাহ বাড়য় ইলিশ রফতানির অনুমতি চেয়েছেন ইলিশের পাইকারি বিক্রেতারা। এদিকে, ইলিশ ব্যবসায়ীদের ইলিশ রফতানির আবেদনের বিষয়টি যথাযথ স্থানে তুলে ধরা হবে বলে জানালেন জেলা প্রশাসক।

বরিশালের পাইকারি বাজারে ইলিশের দাম কমেছে প্রতি কেজিতে দুইশো থেকে আড়াইশো টাকা। ৬’শ থেকে ৯’শ গ্রামের ইলিশ বর্তমানে ২০ হাজার টাকা মণ, ১ কেজির ইলিশ ২৭ হাজার এবং ১২’শ গ্রাম ওজনের ইলিশ ৩১ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

Development by: webnewsdesign.com