পেঁয়াজের বাজারে অস্থিরতা, নেপথ্যে সিন্ডিকেটদের কারসাজি

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ১২:২৯ অপরাহ্ণ

পেঁয়াজের বাজারে অস্থিরতা, নেপথ্যে সিন্ডিকেটদের কারসাজি

এক সপ্তাহ আগেও যেখানে ভারতীয় পেঁয়াজের দাম ছিল ২৫ টাকা। এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকার বেশি দামে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। আর এই পেঁয়াজের বাজার অস্থিরতার নেপথ্যে চট্টগ্রাম, টেকনাফসহ সারা দেশের ৩৯ আমদানিকারক ও ৫০ কমিশন এজেন্ট। তাদের কারসাজির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে অভিযোগ।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়ার কারণ সিন্ডিকেটরে কারসাজি।

চলতি অর্থবছরে চীন ও মিয়ানমার থেকে দেশে পেঁয়াজ আমদানি হয়েছে ১ হাজার ৮২ মেট্রেকটন। বিভিন্ন দেশ থেকে আসার অপেক্ষায় আছে ৪ হাজার ৬১০ মেট্রিকটন পেঁয়াজ। পর্যাপ্ত মজুদের পাশপাশি আমদানিও স্বাভাবিক।

আমদানিকারক ও আড়তদারদের গুদামে অভিযান চালিয়ে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সিন্ডিকেট আবারো মাথাচাড়া দিতে পারে বলেও ধারণা অনেকের।

Development by: webnewsdesign.com