গোমতীর চরে মুলার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ | ৩:৫৬ অপরাহ্ণ

গোমতীর চরে মুলার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

দীর্ঘ এক মাসের শ্রমে গোমতীর চরে মাটি ভেদ করে উঁকি দিয়েছে সাদা মুলা। মুলার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চর থেকে মুলা সংগ্রহ করে আটি বাঁধছেন তারা।

এদিকে জমির পাশে অপেক্ষা করছেন পাইকাররা। মুলা সংগ্রহের পরেই গাড়িতে তোলা হয়। গোমতী চরের মুলা কুমিল্লা জেলার চাহিদা মিটিয়ে আসছে রাজধানী শহর ঢাকায়ও।

কৃষকরা বলছেন, সার-বীজ, কীটনাশক আর কৃষি মজুরিসহ সকল খরচ বাদ দিয়ে ভালোই লাভের মুখ দেখছেন তারা। তৃপ্তির হাসি লেগেছে কৃষকদের চোখে-মুখে।

রুবেল মজুমদার নামক এক চাষি জানান, করোনার কারণে অন্য কোন কাজ না থাকায় এবার মুলার জমিতে আমরা বেশি শ্রম দিতে পেরেছি। ফলে আল্লাহর রহমতে ফলনও ভালো হয়েছে।তবে মুলা ক্ষেতে কেঁচোর উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে অনেক কৃষকই দুঃচিন্তায় রয়েছেন। এ সমস্যার বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুরজিত চন্দ্র দত্ত জানান, কৃষক ভাই-বোনদের জন্য মাঠে কৃষি কর্মকর্তারা আছেন। তারা যে কোন সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন।

Development by: webnewsdesign.com