করোনাকালেও তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী..

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ | ৬:১০ অপরাহ্ণ

করোনাকালেও তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী..

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তির ওপর আরও গুরুত্ব প্রদান করতে হবে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) এটুআই প্রোগ্রামের আওতায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের ‘ই-নথি বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে তিনি এ নির্দেশনার কথা বলেন।

এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি তথ্য-প্রযুক্তি। তাই তথ্যপ্রযুক্তিতে আমাদেরকে আরো দক্ষতা অর্জন করতে হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে তথ্য-প্রযুক্তিতে আরো গুরুত্ব প্রদান করতে হবে। এ খাতে আমাদেরকে বিনিয়োগ আরো বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আজ আমরা ডিজিটাল প্রযুক্তিতে অনেকখানি এগিয়েছি। এখন আমাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তিতে দক্ষ করে মানবসম্পদ গড়ে তুলতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, করোনাকালীন আমরা তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পেরেছি। এত প্রতিকুলতার মাঝেও আমাদের কাজ থেমে থাকেনি। এ করোনার সময়ে আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুফল ভোগ করতে পারছি।

তিনি সরকারি কর্মচারীদের তথ্য প্রযুক্তি জ্ঞানে আরো প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান স্বাগত বক্তব্য এবং যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Development by: webnewsdesign.com