দেশে ঈদের দিনে করোনায় আক্রান্ত ২১৯৯ জন

শনিবার, ০১ আগস্ট ২০২০ | ২:৪৩ অপরাহ্ণ

দেশে ঈদের দিনে করোনায় আক্রান্ত ২১৯৯ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২,১৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ২,৭৭২ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২,৩৯,৮৬০ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮,৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১১,৮৫,৬১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুলেটিন শেষে ডা. নাসিমা বলেন, সতর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই সামিল হবেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Development by: webnewsdesign.com