করোনায় আক্রান্ত ভিসি হারুন ও তাঁর স্ত্রীকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ | ১০:৫৬ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত ভিসি হারুন ও তাঁর স্ত্রীকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং তাঁর স্ত্রী কনিকা মাহফুজকে আজ মঙ্গলবার পটুয়াখালী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারযোগে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে জাতীয় যেকোনো সংকট মোকাবেলায় সর্বদা জরুরি সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগের ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় বিমানবাহিনী প্রধানের দিকনির্দেশনায় গতকাল ওই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করে অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং তাঁর স্ত্রী কনিকা মাহফুজকে পটুয়াখালী থেকে ঢাকায় আনা হয়।

Development by: webnewsdesign.com