হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এমপি ড. মো. আব্দুস শহীদ

রবিবার, ২৮ জুন ২০২০ | ১১:১৬ পূর্বাহ্ণ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এমপি ড. মো. আব্দুস শহীদ

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার অনুমতি দেয়।

 

সাংসদের একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাঈদ জানান, স্যার বাসায় ফিরেছেন। তিনি এখন ঢাকার উত্তরার বাসায় আইসোলেশনে থেকেই স্বাস্থ্যবিধি ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলবেন। গত ২৪ জুন প্রথম স্যারের ফলোআপ টেস্টের জন্য নমুনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরআগে গত ১৫ জুন স্যারের করোনা পজেটিভ ধরা পড়েছিল। প্রথমে তাকে শেখ রাসলে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউিট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পররর্তীতে সর্তকতার জন্য মেডিকেল বোর্ডের পরার্মশে ১৮ জুন তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Development by: webnewsdesign.com