মহামারি করোনাভাইরাসের মধ্যেই শিশুদের ভর্তি পরীক্ষা!

রবিবার, ২৮ জুন ২০২০ | ১১:২৩ পূর্বাহ্ণ

মহামারি করোনাভাইরাসের মধ্যেই শিশুদের ভর্তি পরীক্ষা!

করোনার ভয়ে তটস্থ গোটা পৃথিবী। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। সবখানে দাপিয়ে বেড়াচ্ছে ভাইরাসাট। আর এই সংক্রমণের মধ্যেই রাজধানীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইংলিশ মিডিয়ামে শিশু শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলে। সংক্রমণ ঝুঁকি নিয়েই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের।

 

সাউথ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী দৈনিক বাংলাদেশে মিডিয়াকে বলেন, মালিবাগ শাখায় ভুলবশত ১৮/১৯ জন শিশু শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। এমন ঘটনায় আমি খুবই দুঃখিত, অনুতপ্ত ও লজ্জিত। দেশে করোনা মহামারির এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোন সুযোগ নেই। মালিবাগ শাখার অধ্যক্ষ ভুলবশত এটি করে ফেলেছেন। স্কুলের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com