চীনের সঙ্গে দ্বৈরথ, ওষুধের দাম বাড়তে পারে ভারতে

বুধবার, ২৪ জুন ২০২০ | ১২:০৯ অপরাহ্ণ

চীনের সঙ্গে দ্বৈরথ, ওষুধের দাম বাড়তে পারে ভারতে

ভারতে তৈরি করা ওষুধের অন্তত ৭০ শতাংশ প্রয়োজনীয় কাঁচামাল চীন থেকে আসে। লাদাখের গালওয়ানে ভারত-চীন সেনাদের সংঘর্ষের পর ওষুধ তৈরির কাঁচামালের দাম এক ধাক্কায় ৩০ শতাংশ বেড়ে গেছে।

ভারতের উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের একাধিক ওষুধ কম্পানি জানিয়েছে, চলতি বছরের ১৫ জুনের পর গত পাঁচ-ছয় দিনে ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছে চীনা কম্পানিগুলো।

ওষুধ তৈরির কাঁচামালের দাম এক ধাক্কায় ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার প্রভাব সরাসরি পড়বে ওষুধের দামের ওপর। ফলে প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক- সব ওষুধেরই দাম বাড়তে পারে শিগগিরই।

জানা গেছে, শুধু ভারতের উত্তরাখণ্ড এবং হিমাচলে চার শতাধিক ফার্মাসিউটিক্যাল সংস্থা চীনের ১০ থেকে ১২টি কাঁচামাল সরবরাহকারী সংস্থার ওপর নির্ভরশীল।

ওষুধের কাঁচামাল সরবরাহকারী গুজরাটের সংস্থা গৌরাঙ্গ ইন্টারন্যাশনালের মালিক সুনীল কুমার এ ব্যাপারে জানান,  গত চার-পাঁচ দিনে চীন থেকে আমদানি হওয়া ওষুধের কাঁচামালের দাম অনেকটাই বেড়ে গেছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে ভারতের ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলোকে।

Development by: webnewsdesign.com