গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে

সোমবার, ২২ জুন ২০২০ | ৬:২৩ অপরাহ্ণ

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমূহের সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। কুশিয়ারা ব্যতীত অন্য প্রধান নদী সমূহের পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত হ্রাস পাওয়া অব্যাহত থাকতে পারে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে ব্রহ্মপুত্র নদ এবং দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী সমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এদিকে, দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৪টির পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ৪৪টি পানি সমতল স্টেশনের। অপরিবর্তিত রয়েছে ৩টির।

Development by: webnewsdesign.com