তিন মাসে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার, মহিলা পরিষদের বিবৃতি

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ১১:৩৬ পূর্বাহ্ণ

তিন মাসে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার, মহিলা পরিষদের বিবৃতি

মার্চ হতে মে এই তিন মাসে মোট ৪৮০ জন নারী ও মেয়ে শিশু সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে করোনাকালে পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে দাবি করা হয়—প্রকৃত ঘটনা আরো অনেক বেশি, সংবাদমাধ্যমে নারী নির্যাতনের আংশিক কিছু খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা যায়, ২৬৭ জন নারী এবং ২১৩টি মেয়েশিশু নির্যাতনের শিকার হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, করোনা সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়ায় অলস সময় পার করছে। এর প্রভাব পড়েছে পরিবারের নারী শিশুদের ওপর।

Development by: webnewsdesign.com