রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৮০টি মামলা ও জরিমানা

বুধবার, ১৭ জুন ২০২০ | ১২:১৩ অপরাহ্ণ

রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৮০টি মামলা ও জরিমানা

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ৮০টি মামলা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী অভিযানে এ মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি এক প্রেস বার্তায় জানায়, রমনা বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১৩ ব্যক্তি, তিনটি মোটরসাইকেল আরোহী ও এক  দোকানিকে দুই হাজার ১৯০ টাকা জরিমানা করা হয়। একই কারণে মতিঝিল বিভাগে ১২ ব্যক্তি, দুই মোটরসাইকেল আরোহী ও তিন দোকানিকে চার হাজার ৫০ টাকা জরিমানা এবং লালবাগ বিভাগে তিন ব্যক্তি এবং ১৪ দোকানিকে ছয় হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

প্রেস বার্তায় আরো জানানো হয়, অভিযানে মিরপুর বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১০ জন ব্যক্তিকে তিন হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে তিন ব্যক্তি ও ৫ দোকানিকে ১৩ হাজার ৬০০ টাকা এবং উত্তরায় ১৩ জন ব্যক্তিকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোট ৮০টি মামলায় ২৩ দোকানি, পাঁচ মোটরসাইকেল আরোহী ও ৫২ জনকে মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

Development by: webnewsdesign.com