সীমিত যাত্রী নিয়ে বিমান-ট্রেন-গণপরিবহন চলবে ৩০ জুন পর্যন্ত

সোমবার, ১৫ জুন ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ

সীমিত যাত্রী নিয়ে বিমান-ট্রেন-গণপরিবহন চলবে ৩০ জুন পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে সীমিত পরিসরে গণপরিবহন, যাত্রীবাহী নৌ-যান, রেল ও বিমান চলাচল করতে পারবে। তবে সর্ব অবস্থায় মাস্ক পরতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনার বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার ১৫ জুনের পর ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, অনুমোদিত অঞ্চলে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল করতে পারবে। তবে সর্বাবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য বিভাগ জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।

‘সড়ক ও নৌপথে সব প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল প্রভৃতি) চলাচল অব্যাহত থাকবে।’

এর আগে ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে গণপরিবহন চালু করা হয়।

Development by: webnewsdesign.com