করোনায় ঢাকা কাস্টমস কর্মকর্তা মৃত্যু

শনিবার, ১৩ জুন ২০২০ | ৭:০৮ অপরাহ্ণ

করোনায় ঢাকা কাস্টমস কর্মকর্তা মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা কাস্টমস কর্মকর্তা খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) ভোররাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা কাস্টমস হাউসের রফতানি পরীক্ষা ইউনিটে কর্মরত রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) খোরশেদ আলম আজ শনিবার ভোররাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনাক্রান্ত ছিলেন।

এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনবিআর’র তিন কর্মকর্তার মৃত্যু হলো। এদের মধ্যে গত ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর ৮ জুন এনবিআর‘র উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে ঢাকা কাস্টমস হাউজের সুপারিন্টেনডেন্টের মূত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম গভীর শোক জানিয়েছেন।

এক শোক বার্তায় তিনি খোরশেদ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) করোনাযুদ্ধে খোরশেদ আলমের মূত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Development by: webnewsdesign.com