আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক কাল

রবিবার, ০৭ জুন ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক কাল

আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ  বৈঠক ও সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল। জাতীয় সংসদ সচিবালয়ে দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভায় ৪৭ জন সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে এ বিশেষ বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্ততি নিচ্ছে সংসদ সচিবালয়।

দেশে করোনাভাইরাস মহামারির কারণে বাজেট অধিবেশনও সীমিত পরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এজন্য মন্ত্রিসভার  বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে আগামী ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় সংসদ বরাদ্দ পাচ্ছে ৩৩২ কোটি ১৫ লাখ টাকা। সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

Development by: webnewsdesign.com